৬ নং ভানোর ইউনিয়ন পরিষদের এরিয়ায় রাসের হাট নামক স্থানের পূর্ব পার্শ্বে ছোট নদি আছে। এই নদীটি ঠাকুরগাঁ সদর ও বালিয়াডাঙ্গী সিমান্তের মাঝখানে অবস্থিত। এটি ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী হয়ে রানীশংকৈল উপজেলায় প্রবেশ করেছে। তবে বিভিন্ন জায়গায় খাল ও বিল আছে। ভানোর ইউনিয়নের দক্ষিণ পাশ্বে কলন্দা কোড়িয়া নামক গ্রামে প্রায় বেশ কয়েকটি খাল পুকুর রয়েছে যে গুলোর মধ্যে পীর পুকুর ধামগানীপুকুর, ধারিয়া পুকুর বড় বড়। ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের উত্তর পার্ম্বে বেশ কয়েকটি ছোট বড় খান পুকুর আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস