ইতিহাস
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়ন পরিষদে অবস্থিত ৪ নং ওয়র্ডে বিশ্রামপুর গ্রামের একটু পূর্ব পাশে অবস্থিত এই ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠের কমিটি গঠন হয়েছে ১২ জন সদস্য নিয়ে।এটি প্রায় এক একর জমি নিয়ে গঠিত। এই ঈদগাহ মাঠে বিশ্রামপুর গোয়ারটলী আগাটলী দুর্গাপুর ও পাইপ পাড়া গ্রামের মানুষ ঈদের নামাজ পড়তে আসে।